বগুড়া সংবাদ : শনিবার বিকেলে বগুড়ার কাহালুর নারহট্র গ্রামে জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং নারহট্র ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ২০২৪-২৫ অর্থ বছরের গণযোগাযোগ অধিদফতরের নিয়িমিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে শোষনমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, সামাজিক সম্প্রীতি রক্ষা, রাষ্ট্র বিরোধী অপপ্রচার, বাল্য বিবাহ রোধ, শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী সমাবেশে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো কাওছার হাবীব।
উক্ত নারী সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ফায়জুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মুহাম্মাদ মাহফুজার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা আখতার, নারহট্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম রব্বানী আকন্দ,সংরক্ষিত মহিলা সদস্য মোছা. হোসনেয়ারা কাওসার। সমাবেশে স্বাগত বক্তব্য বগুড়া জেলা তথ্য অফিসের সহকারি পরিচালক সেহেল মিয়া। সমাবেশে সঞ্চালনা করেন বগুড়া জেলা তথ্য অফিসের ঘোষক মো. হানজালা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
