বগুড়া সংবাদ:বগুড়ায় হস্ত ও কুটির শিল্প মেলা উদ্বোধন করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে ও ব্রার্দাস কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় এই হস্ত ও কুটির শিল্প মেলা বেলুন, ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানিক উদ্ধোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, সৈয়দ ফজলে রাব্বি ডলার, মেসার্স ব্রাদার্স কর্পোশেনের প্রোপ্রাইটর মাহবুব আশরাফ আরিফ, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, ক্রিড়া সম্পাদক রোকন সরকার, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, সিনিয়র ফটো সাংবাদিক বজলুর রশিদ সুইট, আব্দুস সালাম, জাফর আহমেদ জেড এ মিলন, এসএম সিরাজ, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল-মুমিন, ফিরোজ পশারী রানা, আল-আমিন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
