
বগুড়া সংবাদ:বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম রানা (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ধুনট থানা হাজত থেকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী আমিনুল ইসলামকে গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই গ্রামের ইসমাইল হোসেন আকন্দের ছেলে।
ধুনট থানাসূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, এক বিএনপি নেতার দায়েরকৃত মামলায় এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতে সোপোর্দ করা হয়েছে।
গোসাইবাড়ী ইউনিয়ন আ’লীগ নেতা গ্রেপ্তার
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম রানা (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ধুনট থানা হাজত থেকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী আমিনুল ইসলামকে গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই গ্রামের ইসমাইল হোসেন আকন্দের ছেলে।
ধুনট থানাসূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, এক বিএনপি নেতার দায়েরকৃত মামলায় এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতে সোপোর্দ করা হয়েছে।