
বগুড়া সংবাদ :বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন সংক্ষিপ্ত প্রশিক্ষণের মাধ্যমে অনেক ভালো ভালো কাজ করা সম্ভব। এজন্য উদ্যোক্তা হওয়া উচিত। উদ্যোক্তা হলে তার কোনো আর্থিক সংকট হয় না। আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, পরস্পরের প্রতি সহনশীল হতে হবে। তিনি আরো বলেন বগুড়া একটি প্রাচীন নগর। সুতরাং বগুড়ার নাগরিকদেরকে অন্য এলাকার নাগরিকদের তুলনায় সবদিক থেকে ভিন্ন বলে মনে করি। তিনি বলেন আমরা সমাজ থেকে মাদককে না বলি। প্রত্যেকের সন্তানকে নৈতিক শিক্ষা গ্রহণ করাতে হবে। এজন্য সন্তানদের মাকে হতে হবে একজন সফল মা। একজন আদর্শ মা। মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদের পুরনো হলরুমে তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষ্যে যুব প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন,যুবদের সনদ ও ভাতা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া’র উপপরিচালক মোঃ তোছাদ্দেক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদমান আকিফ,আজাদ হোসেন,ফয়সাল আহমাদ,শাহজালাল,অনুপ কুমার বিশ্বাস,উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন,উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম,মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম,দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু,সোনাতলা সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল ও মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম-সহ অনেকে। এর আগে সোনাতলা পৌর সভায় ডাস্টবিন প্রদান এবং সোনাতলা সদর ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করেন জেলা প্রশাসক। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ-সহ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।