সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে র‍্যাবের অভিযানে ৯৭ কেজি ৮ শত গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়া সংবাদ :র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৫ এর সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৭ কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বহনকারি একটি ট্রাক জব্দ করে। গতকাল সোমবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার পূর্ব ঢাকা রোডের আশা ফিলিং স্টেশনে সামনে  একটি ট্রাক থেকে ওই পরিমাণ গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, কিশোরগঞ্জ জেলা সদরের লঘু নন্দনপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে কামাল হোসেন (৩০) ও নারায়নগঞ্জ জেলায় রুপগঞ্জ উপজেলার আউখাব গ্রামের রুহুল আমিনের ছেলে সবুজ মিয়া (৩২)।

এ ব্যাপারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৫ এর রাজশাহী ক্যাম্পের সিনিয়র এএসপি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় র‍্যাবের সঙ্গীয় ফোর্স নিয়ে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার সান্তাহার পূর্ব ঢাকা রোডের আশা ফিলিং স্টেশনে সামনে ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৬ নম্বর একটি ট্রাক তল্লাশি করে ট্রাকের চালকের সিটের নীচে অভিনব কায়দায় লুকানো ৯৭ কেজি ৮০০ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তারসহ মাদক বহনকারি একটি ট্রাক জব্দ করে আদমদীঘি থানায় সোর্পদ করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Check Also

আদমদীঘিতে নাশকতা মামলায় ওয়ার্ড যুবলীগের নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় ওয়ার্ড যুবলীগের নেতা আমিরুল ইসলাম ভোলা (৪২) গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *