সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় আওয়ামীলীগ অফিস ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতির বাড়িঘর ভাঙচুর লুটপাট

বগুড়া সংবাদ :সোনাতলা উপজেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটেছে। এদিকে ওই দিন রাত ৮টার দিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমানের সোনাতলা উপজেলার পাতিলাকুড়া গ্রামের বাড়ি-ঘরে হামলা চালিয়ে লুটপাট,ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। উভয় স্থানের ঘটনা অনেকে দেখলেও তারা ভয়ে কেউ মুখ খুলছে না। ড.সিদ্দিকুর রহমানের বাড়ি-ঘরে তার আপন লোক পরিবার নিয়ে থাকলেও তাদেরকে দাবান শাসান করে তাড়িয়ে দিয়ে ঘরে রাখা মূল্যবান জিনিসপত্র লুটপাট ও ভাঙচুর করার পর বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পাশেই অন্যলোকের খড়েরর গাদা পুড়ে ফেলেছে তারা। এ ব্যাপারে থানার ওসি মিলাদুন নবী জানান বিষয়টি আমি শুনেছি। তবে এখনো কেউ থানায় অভিযোগ কিংবা মামলা দায়ের করেনি।

 

Check Also

রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের আয়োজনে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *