
বগুড়া সংবাদ : শুক্রবার রাতে বগুড়ার কাহালুর কল্যাণপুর ইবতেদায়ী মাদ্রাসা মাঠে নারহট্র ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে আয়রা ও কল্যাণপুর গ্রাম কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত।
গ্রাম কমিটি গঠন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারহট্র ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ মো. আব্দুল মতিন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় উক্ত গ্রাম কমিটি গঠন ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, নারহট্র ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক এ কে এম রায়হান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, কাহালু উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, নারহট্র ইউনিয়ন যুবদলের আহবায়ক কামিরুজ্জামান (কামরুল), নারহট্র ইউনিয়নস্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব ওয়াহেদ আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে আলহাজ্ব খায়রুজ্জামান দুদুকে সভাপতি, ইউছুব আলীকে সাধারণ সম্পাদক ও সবুজ ফকিরকে সাংগঠনিক সম্পাদক কল্যাণপুর গ্রাম কমিটি গঠন করা হয়। এছাড়াও সামছুল হককে সভাপতি, আকরাম মোল্লাকে সাধারণ সম্পাদক ও ফজের আলীকে সাংগঠনিক সম্পাদক আয়রা গ্রাম কমিটি গঠন করা হয়