

বগুড়া সংবাদ :শিবগঞ্জে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শিবগঞ্জ উপজেলার ভাই ব্রাদাস গ্রুপ এর সদস্যদের আয়োজনে আলাদীপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন ইটভাটা মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ইউনুছ আলী শেখ এর সভাপতিত্বে এবং গ্রুপের এ্যাডমিন আবু জাফর মন্ডলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্তি ছিলেন ইউনিক এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ এর এমডি শাহ জামাল শেখ মিঠু। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সদর ইউনিয়নের ভার্রপাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হাকিম, শিবগঞ্জ ইউপি ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহিনুর রহমান, বেস্ট কেয়ার এগ্রো. এমডি মো. মশিউর রহমান, লাকী ইন্টারন্যাশনাল এর এমডি মো. সুমন ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. এনামুল হক, সমাজসেবক মো. আবু হান্নান সিদ্দিক, এ্যালব্রাটন এগ্রোভেট এর এরিয়া ম্যানেজার মো. আব্দুল্লাহ, তালুকদার মেডিসিন কর্ণার এর সত্ত্বাধীকারী মো. সাব্বির তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাদতজ্জামান সাদো। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেস্টি ফার্মাসিউটিক্যালস এর এরিয়া ম্যানেজার মো. হাসান আলী।