

বগুড়া সংবাদ : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বগুড়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া’র উদ্যোগে শনিবার দুপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া’র হলরুমে আয়োজিত যুব সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া’র উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বক্তব্য রাখেন বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল, নাগরিক কমিটি বগুড়া জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকি, বগুড়া জেলা যুব পরিষদের সভাপতি ইমরান বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধি মো: জাকিরুল ইসলাম, মো: রবিউল ইসলাম (আদর), ২০২৪ সালে জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা এস এ জাহিদ সরকার, উদোক্তা রেশমা আক্তার, লিমা, এনামুল প্রমূখ।