
বগুড়া সংবাদ :সারিয়াকান্দিতে টিনএজার স্পোর্টিং ক্লাবের উদ্যােগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে সারিয়াকান্দি পৌর এলাকার ৬নং ওয়ার্ডের আপেলের দােকান সংলগ্ন মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি।
টিনএজার স্পোর্টিং ক্লাবের সাবেক অধিনায়ক আহসান কবির তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি,
পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সৈকত,
কর্ণিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, প্রেসক্লাবের সভাপতি আকতারুজ্জামা,মডেল প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নাহারুল ইসলাম,যুবদলনেতা রুবেল হাসান,মহিদুল ইসলাম,পৌর ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম রিপন,সাধারণ সম্পাদক মাসুম সরকার।
উক্ত ফাইনাল খেলায় (আপেল- রিয়াদ) জুটিকে হারিয়ে (রাব্বি -বিশাল) জুটি জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।