

উদ্যোগে প্রমিলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
বগুড়া সংবাদ : শুক্রবার বিকেলে বগুড়ার কাহালুর বিবিরপুকুর যুব সমাজের উদ্যোগে প্রমিলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত প্রমিলা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম, বীরকেদার ইউ পির চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রমিলা ফুটবল টুর্ণামেন্ট কমিটির সভাপতি ও নারহট্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম রায়হান, বিএনপিনেতা সবুর খান, সৈয়দ সাইফুল ইসলাম সাকিল, নাজু, মহিলাদলনেত্রী রোখশানা আকতার, মেমেনা আকতার, শিল্পী, মরিয়ম সহ প্রমিলা ফুটবল টুর্ণামেন্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, খেলামুদি দর্শকবৃন্দ। খেলায় ঢাকা আজমপুর মহিলা ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে জয়পুরহাট জেলা মহিলা ফুটবল একাদশ জয়লাভ করেন। খেলা পরিচালনা করেন আনোয়ার হোসেন (নয়ন)। তাকে সহযোগিতা করেন লিটন ও স্বনীল।