

কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
বগুড়া সংবাদ :বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে বগুড়ার সোনাতলা উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে চলতি দায়িত্বে থাকা (সিনিয়র শিক্ষক) মোঃ আব্দুল হাই সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের হলরুমে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় এ পদে তিনি নির্বাচিত হন। যার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও মহাসচিব নির্বাচিত হয়েছেন মোঃ জাকির হোসেন।