সর্বশেষ সংবাদ ::

মানুষ বুঝতে পেরে এখন জামায়াত সংগঠনের দিকে মুখ ফিরেছে- অধ্যক্ষ শাহাবুদ্দিন

মানুষ বুঝতে পেরে এখন জামায়াত সংগঠনের
দিকে মুখ ফিরেছে- অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়া সংবাদ :বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্য নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন.নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কাজ ও সাংগঠনিক কাজ এ দু’টি সমন্বয় করে এক সাথে কাজ করতে হবে। এর মধ্যে প্রধান কাজ হলো নির্বাচনী কাজ। নির্বাচনে জয়লাভ করলে আমাদের বিজয় হবে। বিজয় লাভ করতে হলে সংগঠনের অফিসগুলো নিয়মিত খোলা রাখতে হবে। নেতাকর্মিদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখতে হবে। দলীয় প্রোগ্রাম করতে হবে। গণসংযোগ করতে হবে। সাংগঠনিক নানামুখী কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই। মানুষ এখন বুঝতে পেরে জামায়াত সংগঠনের দিকে মুখ ফিরেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করে সাংগঠনিক কর্মকান্ড তথা জামায়াত সংগঠনকে শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেছেন.আমাদেরকে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। আল্লাহর দেখানো পথে চলতে হবে। আমরা আল্লাহর পক্ষ ছাড়া অন্য কারো পক্ষে থাকতে চাই না। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সোনাতলায় উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে জামায়াতের কর্মি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক মন্ডল,তেকানী চুকাই নগর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুর রাজ্জাক বিএসসি,দিগদাইড় ইউনিয়ন আমীর মহিদুল ইসলাম,বালুয়া ইউনিয়ন আমীর মাওলানা মোঃ সাবিরুল ইসলাম,মধুপুর ইউনিয়ন আমীর মোঃ শাহআলম, জোড়গাছা ইউনিয়ন আমীর মাওলানা ইউসুফ উদ্দিন.পাকুল্লা ইউনিয়ন আমীর মোঃ আব্দুল হান্নান,সোনাতলা সদর ইউনিয়ন আমীর মোনারুল ইসলাম,কর্মপরিষদের সদস্য মাওলানা মোঃ আব্দুর রহিম,পৌর জামায়াতের আমীর মানজার জাহিদ ও জামায়াতের অফিস সেক্রেটারী মোঃ শেখ শাকিল প্রমুখ। উপস্থি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমীর (সভাপতি) মোঃ আব্দুর রাজ্জাক-সহ অনেকে।

 

Check Also

দুপচাঁচিয়া পৌর বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া পৌর বিএনপির উদ্যোগে গরীর দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *