

মহাসম্মেলন ও গ্রামীণ খেলাধুলার আয়োজন
বগুড়া সংবাদ :‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের মহাসম্মেলন ও গ্রামীণ খেলাধুলা আয়োজন করা হয়েছে। গত শুক্র ও শনিবার দুই দিনব্যাপী উপজেলার সান্তাহার আধুনিক স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এই আয়োজনটি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারি সমিতির সভাপতি নুজরুল ইসলাম, সাধারন সম্পাদক এনামুল হক, অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমূখ।