সর্বশেষ সংবাদ ::

সান্তাহার আধুনিক স্টেডিয়ামে শিক্ষক-কর্মচারিদের  মহাসম্মেলন ও গ্রামীণ খেলাধুলার আয়োজন 

সান্তাহার আধুনিক স্টেডিয়ামে শিক্ষক-কর্মচারিদের 
মহাসম্মেলন ও গ্রামীণ খেলাধুলার আয়োজন

বগুড়া সংবাদ :‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের মহাসম্মেলন ও গ্রামীণ খেলাধুলা আয়োজন করা হয়েছে। গত শুক্র ও শনিবার দুই দিনব্যাপী উপজেলার সান্তাহার আধুনিক স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এই আয়োজনটি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারি সমিতির সভাপতি নুজরুল ইসলাম, সাধারন সম্পাদক এনামুল হক, অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমূখ।

শনিবার সকালে অনুষ্ঠানের শুরুতেই শিক্ষকদের প্রীতি ফুটবল টুর্ণমেন্ট অনুষ্ঠিত হয়। এরপর গ্রামীণ খেলাধুলা যেমন- হাঁড়ি ভাঙা, গোল্লাছুট, বালিশ খেলা, বেলুন ফুটানো, দ্রুত হাটা, ঝুঁড়িতে কর্ক নিক্ষেপ, চামুচ ও হাড়ি মাথায় নিয়ে ভারসাম্য দৌঁড় প্রতিযোগিতা হয়। খেলা শেষে পিঠা উৎসব। সেখানে পিঠার ১১টি স্টল বসে। প্রথম হয় শহীদ সিরাজ খান মোমোরিয়াল একাডেমী উচ্চ বিদ্যালয়ের পিঠা স্টল। অনুষ্ঠানে রাখা হয়েছিলো র‌্যাফেল ‘ড্র’। বিকেল ৫টায় সকল ধরনের প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের নিমিত্তে দুই দিন ব্যাপী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের নিয়ে মহাসম্মেলন ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়েছে।

Check Also

আদমদীঘিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন গ্রেপ্তার

বগুড়া সংবাদ:বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় মোশারফ হোসেন (৫০) নামের এক আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *