

প্রতিযোগিতার উদ্বোধন করলেন সাবেক এম পি মোশারফ হোসেন
বগুড়া সংবাদ : বৃহস্পতিবার সকালে বগুড়ার কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্র্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রামানিক।
উক্ত বার্র্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মো. তায়েব আলী, অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুনসুর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান, ফরিদ উদ্দিন ফকির, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার অফিস সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু পৌর শাখার সেক্রেটারী হাফেজ নজরুল ইসলাম সহ বিএনপি ও জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।