সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া ডেকোরেটর ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শেরপুর গ্রামে ফিরোজ শাহ(৩৫) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামের কলিমুদ্দিনের ছেলে ও ফুলতলী বাজারের আল্লারদান ডেকোরেটরের স্বত্বাধিকারী। ফিরোজ শেরপুর গ্রামের জনৈক জাহিদুল ইসলামের মেয়ের বিয়ে অনুষ্ঠানের ডেকোরেটরের কাজ করার জন্য এসেছিলেন। গত ২২জানুয়ারি বুধবার দিবাগত রাতের কোনো এক এক সময় এ ঘটনাটি ঘটেছে। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে কি না তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন জানান, ফিরোজ ২২জানুয়ারি শেরপুর তালুকপাড়া গ্রামে জাহিদুল ইসলামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের ডেকোরেটরের কাজ করতে এসেছিলেন। পরদিন বৃহস্পতিবার তার ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। সে মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

ধুনটে আদম ব্যবসায়ীর প্রতারণায় নিঃস্ব পরিবার, ক্ষতিপূরণ আদায়ে অনশন

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনট উপজেলার পাকুড়ীহাটা গ্রামের আদম ব্যবসায়ী সোহান মিয়ার (২৮) প্রতারণার ফাঁদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *