সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সহস্রাধিক মসজিদে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

বগুড়ায় সহস্রাধিক মসজিদে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

বগুড়া সংবাদ : যুক্তরাজ্যর লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বগুড়ায় সহস্রাধিক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা জেলার ১২টি উপজেলার মসজিদগুলোতে এ দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। জানা গেছে, বগুড়া জেলা বিএনপির কর্মসূচীর অংশ হিসাবে শুক্রবার বাদ জুম্মা বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু। একই সময়ে বগুড়া শহরের সুত্রাপুর সাতানী জামে মসজিদে দোয়া মাহফিল করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির নেতা সামসুল হক রোমান, শহর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহাবুব হোসেন লেমন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ। এদিকে বগুড়া শহর বিএনপির আয়োজনে পৌরসভার ২১টি ওয়ার্ডের শতাধিক মসজিদ ও সদর উপজেলা সহ জেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল হয়। এসব মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ব্যবসায়ী মিজানুর রহমান, ৫ ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আরিফুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিটন, সাংগঠনিক সম্পাদক আফজাল শেখ নাহিদ প্রমুখ। এছাড়া বিভিন্ন উপজেলা, ওয়ার্ড বিএনপির উদ্যোগে মসজিদে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

Check Also

দুপচাঁচিয়াআছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়ার মোস্তফাপুর আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *