রাণীনগরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়া সংবাদ :নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দলীয় অফিস ভাংচুর ও নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এস.কে নাহিদ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার শের-এ-বাংলা সরকারী মহাবিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেফতার নাহিদ উপজেলার পূর্ব বালুভরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলার তদন্ত প্রাপ্ত আসামী এস.কে নাহিদ। শনিবার দুপুরে তাকে শের-এ-বাংলা সরকারী মহাবিদ্যালয় মাঠ থেকে গ্রেফতার করা হয়েছে। এদিন দুপুরেই তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। গ্রেফতার এস.কে নাহিদ নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানান এই কর্মকর্তা।

Check Also

Скачать 1хБет на Дроид бесплатно а как установить приложение 1xBet с должностного сайта

Эти и прочие адденда бог велел вырыть на официальном сайте букмекерской конторы или в самом …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *