সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়া সংবাদ :নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দলীয় অফিস ভাংচুর ও নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এস.কে নাহিদ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার শের-এ-বাংলা সরকারী মহাবিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেফতার নাহিদ উপজেলার পূর্ব বালুভরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলার তদন্ত প্রাপ্ত আসামী এস.কে নাহিদ। শনিবার দুপুরে তাকে শের-এ-বাংলা সরকারী মহাবিদ্যালয় মাঠ থেকে গ্রেফতার করা হয়েছে। এদিন দুপুরেই তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। গ্রেফতার এস.কে নাহিদ নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানান এই কর্মকর্তা।

Check Also

ดาวน์โหลดซอฟต์แวร์ 1xBet สำหรับ Android os apk และ Apple ios บังคลาเทศ

เธอผสานรวมความเป็นไปได้ของชุมชนและความรู้ความเข้าใจเกี่ยวกับโครงร่างของคุณ เพื่อช่วยสร้างเนื้อหาชั้นนำให้กับท่าเรือ คาสิโน สปอร์ตบุ๊ค และการเดิมพันที่ควบคุมได้ การดำเนินการชำระเงินถูกยกเลิกภายในแนวโน้มที่รวดเร็ว โดยเฉพาะอย่างยิ่งการถอนเงิน กระเป๋าสตางค์ Elizabeth ทั้งหมดใช้เวลาเพียง 15 นาทีในการทำข้อตกลง แต่ไม่ใช่ การแสดงสดที่จัดขึ้นโดย LiveVideo …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *