

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি তোফায়েল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক সাগর খানকে সংবর্ধনা প্রদান করেন বন্ধু আড্ডার সদস্যরা।
গতকাল সোমবার রাতে সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের বন্ধু আড্ডার আয়োজনে এই সংবর্ধনা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাবেক রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য মারুফ-উল-হাসান শিপলুের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সান্তাহার প্রেস ক্লাবের সহ- সভাপতি এ এফ এম মমতাজুর রহমান, আদমদীঘি উপজেলা কোকো পরিষদের সভাপতি আতোয়ার রহমান, বিএনপির নেতা মোজাম্মেল হক মঞ্জু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা কামরান হোসেন, আবুল বাশার, সোহেল রানা, বন্ধু আড্ডার সদস্য সৌরভ খান, উৎসব, শাকিল, সাজু, মশিউর প্রমুখ। আলোচনা সভা শেষে নব-নির্বাচিত কমিটির সভাপতি / সাধারণ সম্পাদক কে ফুলের তোড়া ও মালা দিয়ে সংবর্ধনা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা