বগুড়া সংবাদ : অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের মাঝে উপকরণ বিতরণ সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উক্ত উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, সহকারী কমিশনার গোপনীয় সাদমান আকিব, সদর উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, সিনিয়র কৃষি অফিসার ইসমত জাহান, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম কবরি, যুব উন্নয়ন অফিসার নাজিয়া শামস, পল্লী সঞ্চয় ব্যাংক বগুড়া জেলা অফিসার সাদিকুর রহমান, সদর শাখার ব্যবস্থাপক মাহফুজার রহমান, লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নাসের ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক সদর উপজেলা সহকারী কর্মকর্তা মাহবুব হোসেন, নুনগোলা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান, শেখেরকোলা ইউপি প্যানেল চেয়ারম্যান আলেফ মোঃ নতুন সরকার সহ কৃষি অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে ৯৬ জন কৃষকের মাঝে বীজ, চারা, নেট, বীজ সংরক্ষণ পাত্র, সার, সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।