যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা আনতে রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত

যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা আনতে
রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত

বগুড়া সংবাদ:  যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে লক্ষ্যে রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর)  সকাল টায় নগরীর নগরভবন সংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

নগরভবন হতে গ্রীন প্লাজার মোড় পর্যন্ত ব্যাটারী চালিত অটো রিক্সার লাইসেন্স নবায়ন, বেআইনীভাবে সবুজ অটো চালানো ও কাগজপত্র না থাকায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২ (৩)  ধারায় ৭টি মামলা দায়ের করে ৪ জনের নিকট হতে ৪শত টাকা, ২জনের নিকট ৪শত টাকা আদায় করা হয় এবং ১জন ব্যক্তির নিকট ৪শত টাকা অর্থদন্ড অনাদায়ে ২দিন অতিরিক্ত স্বশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এদিকে ১১ নভেম্বর সোমবার অপর এক অভিযানে লাইসেন্স বিহীন ব্যাটারী চালিত চার্জার রিক্সার কাগজপত্র না থাকায় ৩টি মামলা দায়ের করে ৩ ব্যক্তির নিকট প্রত্যেককে ১৫শ টাকা করে সর্বমোট ৪ হাজার ৫শ টাকা অর্থদন্ড আদায় করা হয়। আটককৃত অটো রিক্সা নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়।

রাসিক ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন বলেন,  রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটো-চার্জার রিক্সার মালিক ও চালকগণকে অতি দ্রুত সময়ের মধ্যে ২০২৪-২০২৫ সালের  লাইসেন্স নবায়ন করতে হবে। অবৈধভাবে (লাইসেন্স বিহীন) অটোরিক্সা ও চার্জার রিক্সা সমূহকে চলাচল বন্ধ করা হবে। অবৈধ লাইসেন্স বিহীন অটো-চার্জার রিক্সা আটক করে ডাম্পিংসহ তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রঙের গাড়ী চলাচল করতে হবে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

Mobile Betting Trends in India and Bangladesh: The Rise of Melbet IN

Did you know that over 70% of sports bettors in India and Bangladesh now place …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *