সর্বশেষ সংবাদ ::

পেট্রোল পাম্পে ওজনে কারচুপি, লাখ টাকা জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘিতে ওজনে কম দেওয়ার অপরাধে মেসার্স জয় ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্পের এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাতে এই ভ্রাম্যমাণ আদালতে রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক শাহ আলম পলাশ খান।

জানা যায়, উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরইল বাজার সংলগ্ন এলাকায় মেসার্স জয় ফিলিং স্টেশনে কিছু দিন ধরে ক্রেতাদের ঠকিয়ে ওজনে কারচুপি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ওই পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়। এ সময় ওজনে কারচুপি করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ১লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এক লাখ টাকা জরিমানা কথা নিশ্চিত করে বলেন,  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Check Also

গাবতলী দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থানান্তর ইস্যুতে আদালতের তদন্ত কমিটির পরিদর্শন

বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি: বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *