বগুড়া সংবাদ: দুপচাঁচিয়ায় গৃহকর্তী উম্মে সালমা(৪৭)কে হত্যা করে ডিপফ্রিজের ভিতরে রেখে গেছেন দুর্বৃত্তরা। নিহত গৃহবধু সালমা দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আজিজুর রহমানের স্ত্রী। গত ১০নভেম্বর রোববার দুপুরের কোনো এক সময় বগুড়া-নওগাঁ সড়কের পার্শ্বে উপজেলা সদরের জয়পুরপাড়া মহল্লায় চারতলা বাসার তৃতীয় তলায় এ ঘটনাটি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায় ঘটনারদিন মাওঃ আজিজুর রহমান ও তার ছেলে ১০ম শ্রেণির শিক্ষার্থী সাদ বিন আজিজুর রহমান(১৬) মাদ্রাসায় অবস্থান করছিল। এসময় সালমা বাড়িতে একাই ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে ঘরের স্ট্রীলের আলমারী ভাঙ্গার চেষ্টা করে এবং আসবাবপত্র ও কাপড়-চোপড় এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখেন। সাদ বিন আজিজুর রহমান ছুটির পরে দুুপুর পৌনে ২টায় বাসায় এসে দেখেন ঘরের কাপড় চোপড় ও আসবাবপত্র এলোমেলো। সে তার মাকে বাসায় না দেখতে পেয়ে খোঁজাখুজি করে এবং তার বাবাকে খবর দেন। তার বাবা মাদ্রাসা থেকে বাড়িতে এসে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার স্ত্রীকে হাতপা বাঁধা অবস্থায় ডিপফ্রিজের মধ্যে দেখতে পেয়ে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এটি একটি হত্যাকান্ড। তবে কি কারণে এ হত্যাকান্ড করা হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না।
Check Also
১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস
বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …