সর্বশেষ সংবাদ ::

ধুনটে জাতীয় যুব দিবস পালিত

ধুনটে জাতীয় যুব দিবস পালিত

বগুড়া  সংবাদ:বগুড়ার ধুনটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসটি পালন উপলক্ষ্যে যুব র‌্যালি, যুব শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন এবং পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়। ধুনট উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ হেল কাফি, উপজেলা যুব উন্নয়ন অফিসার সরওয়ার উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সাজেদী হক প্রমূখ।

Check Also

শিবগঞ্জে উৎপাদিত বাঁধাকপি ফসলের GAP প্রটৌকলের প্রচার- প্রচারণা অনুষ্ঠান

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ,বগুড়া): বগুড়া শিবগঞ্জে বাংলাদেশ GAP প্রোটোকল অনুসারে উৎপাদিত বাধাঁকপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *