বগুড়া সংবাদ:বগুড়ার ধুনটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসটি পালন উপলক্ষ্যে যুব র্যালি, যুব শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন এবং পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়। ধুনট উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ হেল কাফি, উপজেলা যুব উন্নয়ন অফিসার সরওয়ার উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সাজেদী হক প্রমূখ।
Check Also
দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …