বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে পিআইবি মহাপরিচালকের মতবিনিময়

বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে পিআইবি মহাপরিচালকের মতবিনিময়

বগুড়া  সংবাদ: প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ শুক্রবার সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, সাবেক সভাপতি মীর্জা সেলিম রেজা ও সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ, সিনিয়র সাংবাদিক আব্দুর রহীম বগ্ধসঢ়;রা, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র নির্বাহী সদস্য প্রতীক ওমর প্রমূখ। বগুড়াকে ব্র্যান্ডিং করার আহ্বান জানিয়ে পিআইবি মহাপরিচালক বলেন, বগুড়ার অনেক ইতিহাস, ঐতিহ্য লুকিয়ে রয়েছে। অবহেলা, অনাদরে ইতিহাস-ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। এসব ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বগুড়ার বিশিষ্ট ব্যক্তিদেরকে সামনে এনে জেলার ব্র্যান্ডিং করতে হবে। পিআইবি মহাপরিচালক আরও বলেন, ৫ আগষ্টের বিপ্লব একদিনে হয়নি। দীর্ঘ সময় দেশের মানুষ জুলুম-নির্যাতন সহ্য করে এই আন্দোলনের ভীত গড়েছিল। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে সেই আন্দোলন পূর্নতা পেয়েছে। ৫জন সাংবাদিক শহীদ হয়েছেন। অসংখ্য সাংবাদিক আহত হয়েছেন। তিনি রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ গড়ার কাজে সাংবাদিকদেরকে অবদান রাখার আহ্বান জানান। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এর আগে বগুড়ার কৃতি সন্তান পিআইবি মহাপরিচালক বগুড়া প্রেসক্লাবে এলে বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বগুড়া ষ্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, দৈনিক উত্তর কোণ এবং দৈনিক সাতমাথা’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *