বগুড়া সংবাদ : জয়পুরহাট-১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট সামছুল আলম দুদু ৯৬ হাজার ১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কার আব্দুল আজিজ মোল্লা ৪৭ হাজার ৭৭৬ ভোট পেয়েছেন। অপরদিকে, জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবু সাইদ আল মাহমুদ স্বপন ১ লাখ ৫১ হাজার ১২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কার গোলাম মাহফুজ চৌধুরী অবসর পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট। রবিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
