
বগুড়া সংবাদ : বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) বগুড়ার কাহালু উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রামানিককে সভাপতি এবং ডা. আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলহাজ্ব মো. আব্দুল করিমকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদের ৪৯ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২২/০৮/২৪ ইং তারিখে কাহালু উপজেলা শাখা কমিটির
অনুমোদন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আহম্মদ আল মুতী (মামুন) ও সদস্য সচিব মিজানুর রহমান। নতুন এ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন প্রধান শিক্ষক শাহিনুর আলম শাহিন, প্রধান শিক্ষক
রেজাউল করিম, প্রধান শিক্ষক ইব্রাহীম আলী, প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মতিন ও সহ-সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মজিদ। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সহকারী শিক্ষক বুলবুল হোসেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা