বগুড়ায় পুলিশের বিক্ষোভ।। ১১ দফা দাবি

বগুড়ায় পুলিশের বিক্ষোভ।। ১১ দফা দাবি

বগুড়া সংবাদ : কর্মে ফিরতে ১১ দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেছেন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকালে  পুলিশ লাইন্সে পুলিশের পোশাক বিহীন অবস্থায় অধস্তন কয়েকশ কর্মকর্তা-কর্মচারীরা পুলিশ সংস্কার চাই প্ল্যাটফর্মের ব্যানারে এ বিক্ষোভ করেন।

স্বাধীন পুলিশ কমিশন গঠন, নিরাপত্তা নিশ্চিত এবং ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিহত-আহত পুলিশ সদস্যদের ক্ষতিপূরণ দেওয়াসহ ১১ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করছেন তারা।

বিক্ষোভে কর্মসূচিতে তারা বলেন, আমরা দেশবাসীর শত্রু হতে চাই না, জনগণের বন্ধু হতে চাই। আমরা দেশবাসীর কাঁধে কাঁধ মিলিয়ে দেশের হয়ে কাজ করতে চাই। রাজনৈতিক মন্ত্রী-এমপিদের কাছ থেকে সুবিধা পেয়ে অনেক দালাল পুলিশ অফিসার আমাদের যেমন খুশি তেমনভাবে ব্যবহার করেছেন।

দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের বিশেষত অধস্তন কর্মকর্তা-কর্মচারীর সার্বিক সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১১ দফা দাবি তুলে ধরেন।

Check Also

মাংসের বালাচাও এর সুনাম এখন দেশের গন্ডি পেরিয়ে, চাকুরি ছেড়ে সফল উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস

বগুড়া সংবাদ : “পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *