সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় পুলিশের বিক্ষোভ।। ১১ দফা দাবি

বগুড়ায় পুলিশের বিক্ষোভ।। ১১ দফা দাবি

বগুড়া সংবাদ : কর্মে ফিরতে ১১ দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেছেন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকালে  পুলিশ লাইন্সে পুলিশের পোশাক বিহীন অবস্থায় অধস্তন কয়েকশ কর্মকর্তা-কর্মচারীরা পুলিশ সংস্কার চাই প্ল্যাটফর্মের ব্যানারে এ বিক্ষোভ করেন।

স্বাধীন পুলিশ কমিশন গঠন, নিরাপত্তা নিশ্চিত এবং ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিহত-আহত পুলিশ সদস্যদের ক্ষতিপূরণ দেওয়াসহ ১১ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করছেন তারা।

বিক্ষোভে কর্মসূচিতে তারা বলেন, আমরা দেশবাসীর শত্রু হতে চাই না, জনগণের বন্ধু হতে চাই। আমরা দেশবাসীর কাঁধে কাঁধ মিলিয়ে দেশের হয়ে কাজ করতে চাই। রাজনৈতিক মন্ত্রী-এমপিদের কাছ থেকে সুবিধা পেয়ে অনেক দালাল পুলিশ অফিসার আমাদের যেমন খুশি তেমনভাবে ব্যবহার করেছেন।

দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের বিশেষত অধস্তন কর্মকর্তা-কর্মচারীর সার্বিক সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১১ দফা দাবি তুলে ধরেন।

Check Also

বগুড়ার শেরপুরে আঞ্চলিক সড়কে গাছ ফেলে মহিষ বোঝাই ট্রাকে ডাকাতি

বগুড়া সংবাদ:  বগুড়ার শেরপুরে একটি আঞ্চলিক সড়কে গাছ ফেলে মহিষ বোঝাই ট্রাকে ডাকাতি হয়েছে। ট্রাকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *