সর্বশেষ সংবাদ ::

বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়া সংবাদ :  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ঘোষণা অনুযায়ী বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। ৩আগস্ট শনিবার বেলা সোয়া ১১টায় উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সিও অফিস বাসস্ট্যান্ডে সমাবেত হয়। ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভকারীদের পক্ষ থেকে মিছিল সমাপ্ত ঘোষণা করা হয় এবং রোববারের অসহযোগ আন্দোলনে শরিক হওয়ার আহবান জানিয়ে আন্দোলনকারীরা
সমাবেশ স্থল ত্যাগ করে। এসময় পুলিশ কোনোরূপ বাধাপ্রদান না করে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সতর্ক অবস্থান নেয়। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকারের সঙ্গে কথা হলে তিনি বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করায় কোনো অঘটন ছাড়াই তাদের কর্মসূচী শেষ করেছেন। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছি।

Check Also

বগুড়ায় নারী‌দের প্রশিক্ষণ শে‌ষে প্রক্রিয়াজাতকরণ যন্ত্র বিনামূল্যে প্রদান

বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলার মালগ্রামে  ব্র্যাক মাইক্রোফাইন্যান্স  কর্মসূচির উদ্যোগে নারী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *