সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় অসহযোগ আন্দোলনকারীদের বিক্ষোভ ও অগ্নিসংযোগ ॥ নিহত এক ॥ আহত ৩০

দুপচাঁচিয়ায় অসহযোগ আন্দোলনকারীদের বিক্ষোভ

বগুড়া সংবাদ :   বগুড়ার দুপচাঁচিয়ায় শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের বিক্ষোভ মিছিল ৪আগস্ট রোববার সকাল সাড়ে ১০টায় জেকে কলেজ রোড হতে বের করে। বিক্ষোভ মিছিল সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পৌছিলে বিএনপি ও জামায়াতের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে পুলিশের সামনেই অস্থায়ী পুলিশ বক্স ভাঙচুর করে। পরে বিক্ষোভকারীরা উপজেলা আওয়ামীলীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে মারপিট করে আহত করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ
রোডে যাবার সময় পুলিশ বাধা দিলে আন্দোলনকারীরা পুলিশকে আক্রমণ করে। এসময় পুলিশ শর্টগানের গুলি ছুড়ে পিছু হটে থানায় অবস্থায় নেয়। বিক্ষোভকারীরা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মাহবুবুবার রহমান তালুকদার মুকুলের বাড়িতে হামলা করে ভাঙচুর করে থানার অভিমুখে যায়। থানা আক্রমনের করতে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ালসেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে গেলে পুলিশ গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ কাহালু উপজেলার বীরকেদার মন্ডলপাড়ার মুনিরুল ইসলাম মুনির(২২) নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আরও ৩০জন গুলি বিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে এলে
১০জনকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে(শজিমেক) প্রেরণ করা হয়। এছাড়াও বিক্ষোভকারীরা থানা সংলগ্ন সহকারী কমিশরার(ভূমি) অফিসে অগ্নিসংযোগ করে ভাঙচুর করে। পরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ভবনে বঙ্গবন্ধুর মোড়াল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিক্ষোভকারীরা নিহত মুনিরের লাশ নিয়ে থানার দিকে গেলে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা থানার বাইরে ও উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে বিক্ষোভ করতে গেখো গেছে। বেশিরভাগ দোকানপাট বন্ধ
হয়ে গেছে। বর্তমানে উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Check Also

সান্তাহারে শহীদ জিয়া স্মৃতি শর্ট পিচ টুর্নামেন্টের উদ্বোধন 

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামবাসীর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি শর্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *