সর্বশেষ সংবাদ ::

বগুড়া বাউল গো‌ষ্ঠির বাউল উৎস‌বে  দর্শক শ্রতা‌দের মন মা‌তি‌য়ে গে‌লেন সুকুমার বাউল

বগুড়া বাউল গো‌ষ্ঠির বাউল উৎস‌বে 
দর্শক শ্রতা‌দের মন মা‌তি‌য়ে গে‌লেন সুকুমার বাউল
বগুড়া সংবাদ : বগুড়া বাউল গো‌ষ্ঠির বাউল উৎস‌বে হাজা‌রো দর্শক শ্রতা‌দের মন মা‌তি‌য়ে গে‌লেন সুকুমার বাউল। শ‌নিবার রা‌তে বগুড়া শহ‌রেরর সাতমাথ‌াস্থ মু‌জিবম‌ঞ্চে দিনব‌্যাপী বাউল উৎস‌বে সুকুমার বাউল, তনু রায়, বাউল জগদীশ, বাউল আশু‌তোষ, বাউল অন্তরা, বাউল জিয়া, বাউল জোহা, বাউল কা‌শেম, বাউল বিউটি, বাউল মোজাম, বাউল সুবল, বাউল জোস্না, বাউল রুনাসহ ৩০জন বাউল তা‌দের ক‌ণ্ঠে সঙ্গীত গে‌য়ে মা‌তি‌য়ে রা‌খেন পু‌রো আসর।

বাউল আস‌রে প্রধান অ‌তি‌থি ছি‌লেন বগুড়া সদর আস‌নের সংসদ সদস‌্য ও বগুড়া জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক রা‌গেবুল আহসান রিপু। বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন বগুড়া স‌ম্মি‌লিত সাংস্কৃ‌তিক জো‌টের সভাপ‌তি তৌ‌ফিক হাসান ময়না, বাংলা‌দেশ ক‌লেজ শিক্ষক স‌মি‌তি বগুড়ার আহবায়ক অধ‌্যক্ষ আবুল কালাম আজাদ, বগুড়া পৌর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ব‌বি। বগুড়া বাউল গো‌ষ্ঠির সভাপ‌তি আবু সাঈদ সি‌দ্দিকীর সভাপ‌তি‌ত্ত্বে ও ক‌বি, সাংবা‌দিক এইচ আ‌লিম এর সঞ্চালনায় এতে বক্তব‌্য রা‌খেন উদীচী বগুড়ার সভাপ‌তি বীরমু‌ক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, ‌গোসাইবা‌ড়ি ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মাসুদুল হক বাচ্চু, বগুড়া অনুশীলন ৯৫ সাংস্কৃ‌তিক গো‌ষ্ঠির সভাপ‌তি প্রকৌশলী ম‌নোয়ারুল ইসলাম, বগুড়া স‌ম্মি‌লিত সাংস্কৃ‌তিক জো‌টের সহ সভাপ‌তি লায়ন আ‌তিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, আসাদ হো‌সেন, সা‌বেক সহ সভাপ‌তি ম‌তিয়ার রহমান, হাজী মোহাম্মদ জয়নুল আ‌বেদীন কমার্স ক‌লেজ বগুড়ার অধ‌্যক্ষ শ্রবণী সুলতানা, নজরুল প‌রিষদ বগুড়ার সভাপ‌তি এড মন‌তেজার রহমান মন্টু, নান্দ‌নিক নাট‌্যদ‌লের সাধারণ সম্পাদক খ‌লিলুর রহমান চৌধুরী প্রমুখ। ম‌ঞ্চে বাদ‌্যযন্ত্র শিল্পী ছি‌লেন ঢু‌লি প‌রি‌তোষ, ধন‌্য, কী বোর্ড শ‌্যামল, র‌বি, সুমন, দোতরা নুরু বাউল।
সব‌শে‌ষে সুকুমার বাউল গান  গে‌য়ে  হাজ‌া‌রো  দর্শক শ্রতা‌দের সিক্ত ক‌রেন।

Check Also

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গাবতলীতে লিফলেট বিতরণ উপজেলা বিএনপির সহ-সভাপতি  জুলফিকার হায়দার গামার 

বগুড়া সংবাদ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *