বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে আরাফ আহম্মেদ নাকিব(১১) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার মাষ্টারপাড়া মহল্লার নাছির উদ্দিনের ছেলে এবং দুপচাঁচিয়া ডিএস কেজি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র। গত ১জুলাই সোমবার দুপুর ১২টার সময় এ দুর্ঘটনাটি ঘটেছে।
থানা সূত্রে জানা যায়, ঘটনারদিন নাকিব মাদ্রাসা থেকে বাড়ি ফিরে বাড়ির পার্শ্বে ছোট্ট একটি পেয়ারা গাছে পেয়ারা পাড়ার জন্য উঠে। পাশেই বৈদ্যুতিক খুঁটির আর্থিং এর তার ধরলে বিদ্যুতায়িত হয়ে পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
