বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে এক আইনজীবির জমি দখলের চেষ্টা করাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় আহতরা হলো- বেলকুচি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে নুরুল ইসলাম (৪৭), একই গ্রামের হায়দার আলীর ছেলে মাওলা বক্স (৩৫), হায়দার আলীর ছেলে আব্দুল হালিম (৩৫) ও রমজান আলীর
ছেলে রফিকুল ইসলাম শাহীন (৫০)। আহতদের মধ্যে নুরুল ইসলাম ও শহীনকে বগুড়ার হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এঘটনায় ধুনট উপজেলার বেলুকচি গ্রামের রমজান আলীর ছেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি রাজ্জাকুল কবির বিদ্যুৎ বাদী হয়ে তার বড় ভাই রফিকুল ইসলাম শাহীন সহ ৮জনকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান হাসান জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। এ ঘটনায় এক পক্ষ লিখিত অভিযোগ করেছেন। এবিষয়ে
দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Check Also
নেশার টাকা না পেয়ে স্বেচ্ছায় কারাবরণ করতে থানায় রাসেল
বগুড়া সংবাদ :রাসেল মিয়া (৩০)। নেশায় আসক্ত এক যুবক। বাবা আছির উদ্দিন সাবেক ইউপি সদস্য। …