বগুড়ার ৩ কেজি শুকনা গাঁজা ও প্রাইভেট কারসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়ার ৩ কেজি শুকনা গাঁজা ও ০১ (এক) টি প্রাইভেট কারসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।  ২৬/১২/২০২৩ খ্রি. দুপুর ১৩.০০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের পূর্বপাশে পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০৩ (তিন) কেজি শুকনা গাঁজা ও ০১ (এক) টি প্রাইভেট কারসহ আসামী ১। মোঃ সুমন মিয়া (২৫), পিতা-মোঃ শহিদুল ইসলাম, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-হোসেনপুর (আখপাড়া), থানা-গাবতলী, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আরিফ আলী এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) আবু হানিফা, এএসআই(নিঃ) সোলায়মান আলী, কং/মোঃ ইবনে খালিদ, কং/এসএম মোস্তাক আহমেদ সৈকত, কং/মোঃ শামীম ইকবাল, কং/মোঃ জাহিদ হাসান নারী কং/রিফা সোনিয়া এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) একটি মামলা দায়ের করা হয়েছে।

Check Also

Промокод 1xbet 2025 сие VRIBET вплоть до 130 000

1xBet подносит премия возьмите вклад всего при условии использования жизненного промокода. Этот генералбас позволяет использовать …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *