বগুড়া সংবাদ : বগুড়ার সেরা ফটোগ্রাফার হিসেবে আইফোন জিতলেন আরিফ শেখ তোমার চোখে বাংলাদেশ জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় বগুড়া জেলা চ্যাম্পিয়ন হিসেবে আইফোন বিজয়ী তিনি। তিনি দীর্ঘদিন ধরে বগুড়া সহ বাংলাদেশের কালচার ও জীবন বৈচিত্র্য নিয়ে ফটোগ্রাফির ও ভিডিও গ্রাফি নিয়ে কাজ করছেন। তিনি ১৯৮৮ সালে ১০ জানুয়ারি বগুড়া জেলার সদর উপজেলার ১৯ নং ওয়ার্ডের শাখারিয়ায়া নামাবালা গ্রামে জন্মগ্ৰহন করেন। এর পূর্বেও বিভিন্ন ফটোগ্ৰাফি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। আরিফ শেখ জানিয়েছেন, বগুড়ার উন্নয়ন তথা সুন্দর্যের চিত্র সকলের সামনে নতুন করে তুলে ধরতে পেরে গর্বিত তিনি। ভবিষ্যতেও তিনি নিজ জন্মভূমি ও বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য কাজ করে যাবেন। সেইসাথে আরিফ শেখ একজন কন্টেন্ট ক্রিয়েটর ( Arif S Vlogs ) ফেসবুক পেইজে তার সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাওয়া যায়। আগামী ২৮ তারিখ বিভাগিয় পর্যায়ে কুর্মিটোলা গল্ফ ক্লাবে গ্র্যান্ড ফাইনাল অনুষ্টান । গ্র্যান্ড ফাইনালে রাজশাহীর হয়ে বগুড়া থেকে তিনি প্রতিযোতায় অংশগ্রহন করেছেন। গ্রান্ড ফাইনালের চ্যাম্পিয়ন পুরস্কার মোটরসাইকেল । বগুড়ার সেরা ফটোগ্রাফার নির্বাচিত হওয়ায় আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। চলতে থাকুক আপনার এই বিজয়ের ধারা ।