
সম্পাদক থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রনি
বগুড়া সংবাদ : বগুড়া জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) অতিরিক্ত সাধারণ সম্পাদক’র পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন সুলতান মাহমুদ খান রনি। গত ৩০ মে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর কাছে সুলতান মাহমুদ খান রনি তার পদত্যাগ পত্র জমা দেন।
পদত্যাগ পত্রে সুলতান মাহমুদ খান রনি উল্লেখ করেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) অতিরিক্ত সাধারণ সম্পাদক’র দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। সে কারণে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন।
জেলা প্রশাসকের পক্ষে পদত্যাগপত্রটি অফিসিয়ালভাবে গ্রহণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার উপ প্রশাসনিক কর্মকর্তা মোঃ শিপুল হক।
পদত্যাগ পত্রটি তিনি অনুলিপি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও জেলা পুলিশ সুপার বরাবরও প্রদান করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা