সর্বশেষ সংবাদ ::

শিশু হাফিজুলকে বাঁচাতে এগিয়ে আসুন

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাহপাড়ার ৬বছরের হাফিজুল ইসলামকে বাঁচাতে বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন তার পিতা আব্দুস সালাম। হাফিজুল জন্মের পর থেকেই হার্টে ছিদ্র ও ভাল্ব নষ্ট। সে দুপচাঁচিয়ার তালোড়া ইসলামিয়া নূরানী কেজি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। তাকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হবে। এ রোগের চিকিৎসা করতে প্রায় ৬লাখ টাকা প্রয়োজন। আব্দুস সালাম হতদরিদ্র হওয়ায় তার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এজন্য তিনি সমাজের দানশীল বিত্তবানদের প্রতি সহযোগিতার আবেদন জানিয়েছেন। হাফিজুলের মাতার ব্যাংক এ্যাকাউন্ট মোছাঃ হাসনা বেগম, হিসাব নং- ০২০০০১৫৭২৬৬৮৯, অগ্রনী ব্যাংক(পিএলসি), তালোড়া শাখা অথবা আব্দুস সালামের ০১৭২১-৬৩৫১৯৮ (বিকাশ) নম্বরে সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

Check Also

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদকের সাংবাদিক সম্মেলন

বগুড়া সংবাদ : বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *