বগুড়ায় প্রথম ধাপে তিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

বগুড়া সংবাদ : প্রথম ধাপে বগুড়ার তিন উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৩৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১জন প্রার্থী রয়েছেন। বগুড়ার সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাহমুদ হাসান এ তথ্য জানিয়েছেন৷ জানা গেছে,  তিন উপজেলার মধ্যে সারিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৫জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন৷ তারা হলেন- উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস ছালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মন্টু, উপজেলার সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী এবং স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাতজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোনাতলা উপজেলায় চেয়ারম্যান পদে মোট দুইজন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। এদের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লীটন এবং উপজেলা আওয়ামী নেতা জাকির হোসেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়ন দাখিল করেছেন।এছাড়া গাবতলী উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন তাদের মনোনয়ন দাখিল করেছেন। এদের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য অরুণ কান্তি রায় সিটন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ হেল বাকী পাইকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাহানুর ইসলাম সাকিল এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নন কমিশন অফিসার আতাউর রহমান রানু। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। বগুড়ার সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাহমুদ হাসান জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বগুড়ার তিন উপজেলায় মোট ৩৬জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল।

Check Also

Juwa Online casino Install Application for Slots & Fish Video game

You simply can’t do a free account on line, so that you should obtain a …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *