সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ২২ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়ায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার সকালে শহরের মাটিডালী এলাকা থেকে একটি ট্রাক থেকে এ গাঁজা উদ্ধার করা হয়৷ গ্রেপ্তারকৃতরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা পূর্ব সিন্দুনা এলাকার নজরুল ইসলাম খান এবং নীলফামারীর ডিমলার ছোট খাতা এলাকার রুবেল মিয়া। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন। র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে রংপুর থেকে পাবনাগামী একটি ট্রাকে(ঢাকা মেট্রো- ড-১৪-১৮৪৯) গাঁজা বহন করছে। সেই সংবাদের ভিত্তিতে মাটিডালীতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং ট্রাক জব্দ করা হয়৷তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Check Also

সান্তাহারে শহীদ জিয়া স্মৃতি শর্ট পিচ টুর্নামেন্টের উদ্বোধন 

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামবাসীর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি শর্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *