সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় চাঞ্চল্যকর শাহিনুর হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

বগুড়ায় চাঞ্চল্যকর শাহিনুর হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

বগুড়া সংবাদ :বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর শাহিনুর হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার রাতে শাজাহানপুর উপজেলার বনানী এবং আড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার ঘাগুর দুয়ার এলাকার শহিদুল ইসলাম এবং তাঁর ছেলে মেহেদী হাসান৷ তারা দুজনই মামলার ১ এবং ২ নম্বর আসামি।  সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।র‍্যাবের এই কর্মকর্তা জানান,  বগুড়ার শিবগঞ্জের ঘাগুরদুয়ার গ্রামের শাহানারা থানায় অভিযোগ করেন যে গত ২৭ মার্চ  তাদের বসতবাড়ীতে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে গ্রেপ্তার আসামীদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। ওইদিন বিকাল চারটার দিকে   তার স্বামী শাহিনুর একটি মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার পৌছালে পূর্ব শত্রুতার জের ধর আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, গাছের ডালপালা দিয়ে এলোপাথারি মারপিট করে।  স্থানীয় লোকজন উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করায় এবং চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ মার্চ রাত ৯টার দিকে মারা যায়। এ ঘটনায় ৩০ মার্চ শাহানারা শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে পুলিশের পাশাপাশি র‍্যাবও আসামিদের ধরতে অভিযান শুরু করে। সেই অভিযানের অংশ হিসেবে রবিবার রাতে মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়৷ তিনি আরও জানান,  গ্রেপ্তার আসামিদের  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া  শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Check Also

শিবগঞ্জে আমাদের প্রয়াস নিরন্তর (আপন) নতুন সামাজিক সংগঠনের যাত্রা শুরু 

বগুড়া সংবাদ :বগুড়ার  শিবগঞ্জে আমাদের প্রয়াস  নিরন্তর (আপন)  সামাজিক সংগঠনের পথচলার যাত্রা শুরুর শুভ উদ্বোধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *