সাবেক এম পি মোশারফ হোসেনের সই স্ক্যান করে নন্দীগ্রাম ভস্কুর মাদ্রাসার সভাপতি হওয়ায় তারেক হোসেন জেল-হাজতে

বগুড়া সংবাদ : গত ১ জুলাই/২২ইং এবং ২৫ আগষ্ট/২২ইং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ইসলামপুর (ভুস্কুর) গ্রামের আবুল হোসেনের পুত্র তারেক হোসেন (২৮) বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনের সহ স্ক্যান করে ইসলামপুর (ভুস্কুর) সিদ্দিকীয়া সিনিয়র আলীম মাদ্রাসার সভাপতি হন। বিষয়টি জানাজানি হলে বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক
সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনের এ পি এস মোস্তাফিজুর রহমান গত ৩০ আগষ্ট/২২ইং তারিখে নন্দীগ্রাম উপজেলার ইসলামপুর (ভুস্কুর) সিদ্দিকীয়া সিনিয়র আলীম মাদ্রাসার সভাপতি
তারেক হোসেনকে আসামী করে বগুড়ার নন্দীগ্রাম থানার আমলী আদালত একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৬৫সি/২২ (নন্দীগ্রাম)। সোমবার আসামী তারেক হোসেন আদালতে উপস্থিত হলে বিজ্ঞ বিচারক তাকে জেল-হাজতে পাঠান।

Check Also

1Win Notre pays site parti de la société pour marseille 1Win FR

Leurs bordures concernant les plus grands événements de football, effectivement, sont de l’ordre avec trois …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *