বগুড়া সংবাদ : গত ১ জুলাই/২২ইং এবং ২৫ আগষ্ট/২২ইং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ইসলামপুর (ভুস্কুর) গ্রামের আবুল হোসেনের পুত্র তারেক হোসেন (২৮) বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনের সহ স্ক্যান করে ইসলামপুর (ভুস্কুর) সিদ্দিকীয়া সিনিয়র আলীম মাদ্রাসার সভাপতি হন। বিষয়টি জানাজানি হলে বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক
সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনের এ পি এস মোস্তাফিজুর রহমান গত ৩০ আগষ্ট/২২ইং তারিখে নন্দীগ্রাম উপজেলার ইসলামপুর (ভুস্কুর) সিদ্দিকীয়া সিনিয়র আলীম মাদ্রাসার সভাপতি
তারেক হোসেনকে আসামী করে বগুড়ার নন্দীগ্রাম থানার আমলী আদালত একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৬৫সি/২২ (নন্দীগ্রাম)। সোমবার আসামী তারেক হোসেন আদালতে উপস্থিত হলে বিজ্ঞ বিচারক তাকে জেল-হাজতে পাঠান।
Check Also
সিরাজগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার
বগুড়া সংবাদ : সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ১০৫ কেজি …