সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়ীতে আগুন দেয়ার অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়ার গাবতলীর নেপালতলী ইউনিয়নে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় ও অফিস উদ্বোধন করায় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আলমগীর হোসেন আলমের বাড়ীতে আগুন দিয়েছে দুর্বত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে নেপালতলী ইউনিয়নে বুরুজবাজারে।
জানা গেছে, মঙ্গলবার দিনভর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে নেপালতলী ইউনিয়নে বুজরু বাজার কদমতলী এলাকায় গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। সেই রাতেই দুর্বত্তরা আড়াইটাই ইউনিয়ন জামায়াতেরে সেক্রেটারী আলমের বসত বাড়ীতে আগুন দেয়। আগুনে বসতবাড়ী ভস্মীভুত হয়। রাতে আগুন দেখে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ জানিয়েছে আগুনের ঘটনা ঘটেছে এবং আসবাবপত্র পুড়ে গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আলমগীর হোসেন আলম জানান, মঙ্গলবার দিনভর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে নেপালতলী ইউনিয়নে বুজরু বাজার কদমতলী এলাকায় ব্যাপক গণসংযোগ করার পর রাতেই আমার বাড়ীতে আগুনের ঘটনা ঘটেছে। তবে তিনি কাউকে অভিযুক্ত করেননি। বগুড়া-৭ আসনে জামায়াতের নির্বাচনী পরিচালক মাওলানা আব্দুল হাকিম সরকার বলেন, আমরা প্রশাসন কে জানিয়েছি। কোন কাউকে অভিযুক্ত করতে চাইনা। আমাদের কর্মী ও নারী ভোটাদের হয়রানী করা হচ্ছে। আমরা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আশা করি।

Check Also

বগুড়ায় তারেক রহমানকে স্বাগত জানিয়ে ও ধানের শীষের পক্ষে ৮ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য মিছিল

বগুড়া সংবাদ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *