বগুড়া সংবাদ : বগুড়া টিএনটি কলেজ বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির উদ্যোগে বগুড়া কলেজ বাজার ও বগুড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে সমর্থন জানিয়ে বুধবার (২৮ জানুয়ারি) সকালে এ প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা দোকানিদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রচারণাকালে ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ সেগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং ধানের শীষ নির্বাচিত হলে তা বাস্তবায়নের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল আলম সঞ্জু, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,২ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বগুড়া শহর শ্রমিক দলের সাবেক সভাপতি ও বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, বিএনপি নেতা নূরন্নবী ফকির ফুয়াদ, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হক, বগুড়া শহর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল সরকারসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড শ্রমিক দল নেতা আপেল মাহমুদ, মামুন, ফজলু, আমিনুল, শাহীনসহ স্থানীয় নেতাকর্মীরা। প্রচারণায় অংশ নেন বগুড়া টিএনটি কলেজ বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি সাইদুল সরকার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি সোনা মিয়া, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক নয়ন, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর প্রামানিক, দপ্তর সম্পাদক এখলাস শেখ, প্রচার সম্পাদক মিজু শেখ, ধর্মীয় সম্পাদক হানিফ শেখ বিদ্যুৎ এবং কার্যনির্বাহী সদস্য মোকলেসার রহমান ও মির রাজ্জাক। আয়োজকরা জানান, এ ধরনের গণসংযোগ ও প্রচারণার মাধ্যমে সাধারণ ব্যবসায়ী ও ভোটারদের কাছে দলের অবস্থান এবং প্রার্থীর উন্নয়ন ভাবনা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
