সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ১১নং ওয়ার্ড জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শনিবার বিকেলে বগুড়া শহরের ১১নং ওয়ার্ড জামায়াত নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। ১১ নং ওয়ার্ড আমীর মাওলানা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী সাদ্দাম হোসেন শিশিরের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারী রফিকুল আলম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, মাওলানা আজাহার আলী, ছাত্রশিবির নেতা আল জাবের হক্কানী, প্রচার সম্পাদক মনিরুজ্জামান লিটন।
পরে তিনি মাটির মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নানের নিজ বাড়ীতে খোঁজখবর নেন ও সুস্থ্যতা কামনা করে দোয়া করেন। ১১ নং ওয়ার্ড কার্যালয়ে এক নির্বাচনী সভায় শহর আমীর বলেন, দেশে একটি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে আগে লেভেল প্লেয়িং ফি তৈরী করতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে প্রশাসনকে অবশ্যই দলীয় প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালন করার আহবান জানান।

Check Also

শিবগঞ্জে স্মার্ট ফোন কিনে না দেওয়ায় স্ত্রীর আত্মহত্যা

  বগুড়া সংবাদ :  বগুড়ার শিবগঞ্জে স্ত্রীকে স্মার্টফোন কিনে না দেওয়ায় স্বামীর উপর অভিমান করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *