বগুড়া সংবাদ : শনিবার বিকেলে বগুড়া শহরের ১১নং ওয়ার্ড জামায়াত নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। ১১ নং ওয়ার্ড আমীর মাওলানা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী সাদ্দাম হোসেন শিশিরের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারী রফিকুল আলম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, মাওলানা আজাহার আলী, ছাত্রশিবির নেতা আল জাবের হক্কানী, প্রচার সম্পাদক মনিরুজ্জামান লিটন।
পরে তিনি মাটির মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নানের নিজ বাড়ীতে খোঁজখবর নেন ও সুস্থ্যতা কামনা করে দোয়া করেন। ১১ নং ওয়ার্ড কার্যালয়ে এক নির্বাচনী সভায় শহর আমীর বলেন, দেশে একটি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে আগে লেভেল প্লেয়িং ফি তৈরী করতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে প্রশাসনকে অবশ্যই দলীয় প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালন করার আহবান জানান।