
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় মোটরসাইকেল ডাকাতি করে পালানোর সময় ধাওয়া করে আদমদীঘি থানা এলাকা থেকে ডাকাতদলের তিন সদস্যকে আটক করে দুপচাঁচিয়া থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত ১৬জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় তালোড়া-কুন্দগ্রাম রাস্তায় এ ডাকাতির ঘটনা ঘটে। আটককৃতরা হলেন কাহালু থানার সাঘাটিয়া গ্রামের তারাজুল ইসলামের ছেলে বিপ্লব ওরফে বিপুল(২৮), আমির আলীর ছেলে নুরুন্নবী (২৯) এবং মৃত বাদল ফকিরের ছেলে বিজয়(২২)।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শামিউল হাসান তার শ্বশুর বাড়ি কুন্দগ্রাম যাচ্ছিল। তালোড়া-কুন্দগ্রাম রাস্তার দোগাছি এলাকায় পৌঁছিলে ৭থেকে ৮জনের একদল ডাকাত তার পথ রোধ করে হাত-পা ও মুখ বেঁধে রাস্তার পাশের জমিতে ফেলে রেখে তার মোটরসাইকেল নিয়ে যায়। এর পরপরই একই রাস্তা দিয়ে আজিজুল হাকিম যাবার পথে ওই ডাকাতদল তার পথ রোধ করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এসময় আজিজুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাতদেরকে ধাওয়া করে এবং আদমদীঘি শিববাটি এলাকায় খবর দেয়। শিববাটী এলাকার স্থানীয় লোকজন রাস্তায় বেরিকেট দিয়ে দু’টি মোটরসাইকেল উদ্ধার সহ তিনজন ডাকাতকে আটক করে। এসময় অন্যান্য ডাকাত পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তিনজন ডাকাতকে আটক সহ দু’টি মোটরসাইকেল উদ্ধার করে দুপচাঁচিয়া থানায় নিয়ে আসেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন তিনজন ডাকাতকে গ্রেপ্তার ও ডাকাতি হওয়া দু’টি মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা